Hello bondhura asha korbo tomader shayari gulo valo lagbe. Shayari gulo chhobi saho tomra download kore nite paro. Ai shayari gulo priyo manushtir sathe share kore tumi tar mon joy kore nite parbe. Amon aro Bangla Shayari pete google a giye type korun “Bongshayeri” .
Good Morning Bangla Shayari
নেমে এলো ভোরের আলো
দিনটি তোমার কাটুক ভালো
কখনো ছাড়বোনা তোমার হাত
বন্ধু তোমায় জানাই সুপ্রভাত
শিশির ভেজা ঘাসের ওপর রোদের ঝিকিমিকি
ইচ্ছে করে সারাটা দিন তোমায় আমি দেখি
শিমুল গাছে কোকিল পাখি গাইছে মধুর গান
আমার সব স্বপ্ন তোমায় ঘিরে, তুমি আমার প্রাণ
রাত পোহাল দিন আসলো
আমার বন্ধুর ঘুম ভাঙলো
সারাটা দিন পাশে থেকে রাখবো হাতে হাত
বন্ধু তোমায় জানাই আমি, সুপ্রভাত
Good Morning Bangla Shayari 
নতুন দিনের নতুন আসা
সাথে থাকবে ভালোবাসা
ভালোবেসে সারাটা দিন থাকবো কাছাকাছি
এভাবেই সারাজীবন থাকবো পাশাপাশি
সূর্য্য মামা ঘুম ভাঙিয়ে বললো কানে কানে
তোমার নামটি লিখা আছে আমার এই প্রাণে
তোমার নামটি আমার বুকে থাকবে চিরকাল
উঠে পরো তারাতারি হয়েছে সকাল
রোদের আলো চারিদিকে করছে ঝিকিমিকি
ইচ্ছে করে সারাদিন তোমায় আমি দেখি
তোমার কথা মনে করে কাটাই সকাল বিকাল
মিষ্টি হেসে তোমায় আমি জানাই শুভ সকাল
সারাটা দিন একা একা আর ভালো লাগেনা
মনের খাঁচায় মনটা আমার কেনো যে থাকেনা
ছুটে বেড়ায় এই মন তোমার ওলী গলি
সারাটা দিন আমি যে তোমায় মনে করি
তোমার নামটি লিখে রাখবো ওই নীল আকাশে
তোমার ছোঁয়া অনুভব করি সকালের মৃদু বাতাসে
এভাবেই ভালোবাসবো তোমায় আমি চিরকাল
সূর্য্য মামা উকি মেরে বলছে শুভ সকাল